ঢালুয়া ইউনিয়ন পরিষদ
ঢালুয়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন। মোট জনসংখ্যা ৪৪৯৫২ জন (২০১১ আদমশুমারী অনুয়ায়ী)। নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ঢালুয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মৌকরা ইউনিয়ন; পশ্চিমে জোড্ডা পূর্ব ইউনিয়ন ও দৌলখাঁড় ইউনিয়ন; দক্ষিণে বক্সগঞ্জ ইউনিয়ন; দক্ষিণ-পূর্বে সাতবাড়িয়া ইউনিয়ন এবং পূর্বে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন, জগন্নাথদীঘি ইউনিয়ন ও চিওড়া ইউনিয়ন অবস্থিত। ঢালুয়া ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।